ক দিন আগে আম আদমি পার্টি-র শীর্ষ নেতা-নেত্রীরা অভিযোগ তুলেছিলেন বিজেপি তাদের বেশ কয়েকজন বিধায়কদের মোটা টাকার প্রলোভন দেখিয়ে দল ভাঙিয়ে সরকার ফেলার চেষ্টা করছে। লোকসভা ভোটের আগে আপের সাত জন বিধায়ককে কিনতে বিজেপি ২৫ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিল বলে আপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। আপ নেত্রী তথা দিল্লির কেজরিওয়াল সরকারের মন্ত্রী অতীশীর বিজেপির বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল।

অতীশী কিসের ভিত্তিতে এই অভিযোগ এনেছিলেন তা খতিয়ে দেখতে আপ নেত্রী তথা মন্ত্রীর বাড়িতে গেল দিল্লি পুলিশের ক্রাইম ব্র্য়াঞ্চের বিশেষ দল। সেখানে গিয়ে এই অতীশীর হাতে দিল্লি পুলিশের নোটিশ দেওয়া হল। কেজরিওয়ালকেও এই বিষয়ে নোটিশ পাঠানো হয় বলে খবর। একই রকম ঘটনা ঘটেছিল, গত বছর ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় এক মহিলা মুখে শোনা নির্যাতনের ঘটনা নিয়ে রাহুল গান্ধীর অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখতে রাহুলের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ।

দেখুন খবরটি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)