গাজিপুরে দিল্লির ট্র্যাফিক পুলিশ (Delhi Traffic Police) ঘুষের টাকা নিজেদের মধ্যে ভাগ করছে। এমন ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তিন ট্র্যাফিক পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন দিল্লির এলজি ভিকে সাক্সেনা। সিসিটিভি ভিডিয়োতে দেখা যাচ্ছে গাজিপুরের থ্রিল লৌরি সার্কেলে পুলিশের চেকপোস্টের মধ্যে এক ব্যক্তি এক ট্র্যাফিক পুলিশ কর্মীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। কথা শেষ হলে দেখা যায়, এক পুলিশের নির্দেশ মত সেই ব্যক্তি তার পকেট থেকে বেশ কিছু টাকার নোট টেবিল রেখে যান।

এরপর সেই ব্যক্তি চলে গেলে এক পুলিশ কর্মী টেবিলের ওপর রাখা টাকা গুনতে শুরু করেন। তারপর তিনজন ট্র্যাফিক পুলিশ কর্মী নিজেদের মধ্যে টাকা ভাগ করতে থাকেন। ভিডিয়োতে দেখা যায় এক পুলিশ কর্মী টাকা দিচ্ছেন আর বাকি দু'জন সেটা নিয়ে হাসছেন। সাসপেন্ড হওয়া এই তিন পুলিশ কর্মীর মধ্যে- দুইজন অ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর ও এক হেড কনস্টাবেল।

দেখুন খবরটি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)