নয়াদিল্লিঃ গণপতি বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। শোভাযাত্রা চলাকালীন বহু মানুষকে পিষে দিল গাড়ি। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শপুর জেলায় বাগিচা চরাইদন্দ সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে,এ দিন এই শোভাজাত্রায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ১৫০ মানুষ। নিয়ন্ত্রণ হারিয়ে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। আহত হন বহু। সঙ্গে সঙ্গে চালককে আটক করেন স্থানীয়রা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক রোহিত ব্যাস। পরবর্তীতে হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

গণেশ বিসর্জনের শোভাযাত্রায় দুর্ঘটনা, ২২ জনকে পিষে দিল গাড়ি, মৃত্যু ৩ জনের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)