Vibhu Raghave Passes Away: মারনরোগ ক্যানসারের সঙ্গে তিন বছর লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢোলে পড়লেন টেলিভিশন অভিনেতা বৈভব কুমার সিং রাঘবে, যিনি বিভু রাঘবে নামে পরিচিত ছিলেন। ২ জুন, সোমবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। সেখানেই বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বিভু। ২০২২ সালে অভিনেতার নিউরোএন্ডোক্রাইন কোলন ক্যানসার ধরা পড়ে। চতুর্থ পর্যায়ে রোগটি ধরা পড়েছিল। সেই থেকে শুরু হয় দীর্ঘ চিকিৎসা পর্ব। গত ১৭ এপ্রিল বিভু তাঁর ক্যানসার চিকিৎসার আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেখানে তিনি জানান, ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে। লিভার থেকে তা ফুসফুস, শিরদাঁড়ায় ছড়িয়েছে। কেমোথেরাপি কাজ করছে না। তাই নতুন চিকিৎসা শুরু হবে তাঁর। ওই ভিডিওটি ছিল বিভুর শেয়ার করা শেষ পোস্ট।

প্রয়াত টেলিভিশন অভিনেতা বিভু রাঘবেঃ

বিভুর শেয়ার করা শেষ ভিডিওঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)