Tannishtha Chatterjee Cancer: ক্য়ান্সারের শেষ পর্যায়ে বাঙালি তারকা অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্য়ায়। আট মাস আগে ধরা পড়া অলিগোমেটাস্ট্যাটিক ক্যান্সার এখন তন্নিষ্ঠার চতুর্থ পর্যায়ে রয়েছে। 'লায়ান', 'জোরাম', 'অ্যাংরি ইন্ডিয়ান গডেসিস', 'পার্চাড'-এর মত সিনেমায় অভিনয় করা তন্নিষ্ঠার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন শাবানা আজমি, বিদ্য়া বালান থেকে দিয়া মির্জা, কঙ্গনা শেন শর্মা ও দিব্যা দত্তরা। এই কারণে শাবানা আজমি, বিদ্যা, দিয়া, কঙ্গনা, দিব্যাদের ধন্যবাদ জানিয়েছেন তন্নিষ্ঠা। পাশাপাশি রিচা চাড্ডা, আলি ফজল, উর্মিলা মাতন্ডোকর, সন্ধ্য়া মৃদুলদের মত সহ অভিনেতা ও অভিনেত্রীদেরও ধন্যবাদ জানিয়েছেন ক্যান্সারে আক্রান্ত বাঙালি অভিনেত্রী। তিনি তাঁর মহিলা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই কঠিন সময়ে তাঁকে শক্তি জুগিয়েছেন ও পাশে থেকেছেন।
ক্যান্সারের কারণেই তার বাবাকে হারিয়েছেন তন্নিষ্ঠা। এবার সেই কর্কট রোগ তাঁকে জীবনের কঠিন সময়ে নিয়ে এসেছে। কার্যত গোটা বলিউড তাঁর পাশে এসে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে তন্নিষ্ঠা লিখেছেন, "গত ৮ মাস আমার জন্য অবিশ্বাস্য কঠিন ছিল, যা বলে বোঝানো যাবে না। যেন বাবাকে ক্যান্সারে হারানোর শোক যথেষ্ট ছিল না। ৮ মাস আগে আমি চতুর্থ পর্যায়ের অলিগো মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছি।"
দেখুন খবরটি
— Blissfully yours. (@Bharatvasi6) August 25, 2025
দেখুন খবরটি
Tannishtha Chatterjee opens up about stage 4 cancer diagnosis.
The actress revealed she’s been fighting oligo metastatic cancer for eight months, posting a hopeful message on Instagram.#Minutes #BreakingNews #TannishthaChatterjee #Bollywood #CancerAwareness #Joram pic.twitter.com/13lwKsbjqO
— Minutes (@Minutes_ae) August 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)