মুম্বই, ৪ জুন: বিয়ে করলেন হিনা খান (Hina Khan)। দীর্ঘ বছরের প্রেমিক রকি জয়সওয়ালের (Rocky Jaiswal) সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হিনা খান (Hina Khan-Rocky Jaiswal Got Married) বিয়ের ছবি প্রকাশ করেন। যা দেখে তাঁর অনুরাগীরা আপ্লুত। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চলছে হিনার। আপাতত তিনি সুস্থ। তা সত্ত্বেও রয়েছেন বিভিন্ন বাধা নিষেধের মাঝে। হিনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে তাঁর পাশে সব সময় থেকেছেন রকি। হিনার দেখভাল করেছেন। ভালবাসায় আগলে রেখেছেন। তাই হিনা খান সুস্থ হতেই বিয়ে সারেন রকি জয়ওয়ালের সঙ্গে। বিয়ের যে ছবি হিনা খান পোস্ট করেছেন, সেখানে রকির ভালবাসায় তাঁকে আপ্লুত দেখাচ্ছে। আদরে, সোহাগে ভেসে যেতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রীকে। এসবের পাশাপাশি কখনও রকি হিনার হাতে চুম্বন করছেন, কখনও আবার তাঁর পায়ে তোড়া পরিয়ে দিতে দেখা যায় তাঁকে। কখনও হিনার হাত ভরসা যোগাতে দেখা যায় তাঁকে। সবকিছু মিলিয়ে হিনা খান এবং রকি জয়সওয়ালের এত বছরের সম্পর্ক শেষে পূর্ণতা পেল বিয়ের পিঁড়িতে বসে।

আরও পড়ুন: Hina Khan Diagnosed with Breast Cancer: জল্পনা সত্যি হল, স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

দেখুন হিনা খান এবং রকি জয়সওয়ালের বিয়ের ছবি...

 

 

View this post on Instagram

 

২০২৪ সালে হিনা খান ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত হন। মারণ রোগ বাসা বাধে তাঁর স্তনে। স্তন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করতে দেখা যায় হিনাকে। শারীরিক কষ্টে ভেঙে পড়লেও, হিনাকে কখনও মনের জোর হারাতে দেখা যায়নি। আর তাইতো, হিনার পাশে সব সময় থাকতে দেখা গিয়েছে রকি জয়সওয়ালকে। হাসপাতালে বসে হিনার পায়ে ম্যাসাজ করা থেকে তাঁর মুখে হাসি ফোটানো, সর্বত্র দেখা যায় রকিকে।

এবার সেই প্রেমিক রকি জয়সওয়ালই স্বামী হয়ে হিনা খানকে আঁকড়ে ধরলেন বুকের কাছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)