সবে সবে মুক্তি পেয়েছে রঘু ডাকাত (Raghu Dakat)। ২৫ সেপ্টেম্বর বাংলা জুড়ে মুক্তি পেয়েছে দেবের (DEV) রঘু ডাকাত। যা নিয়ে দর্শকদের উত্তেজনা চরমে। এবার দেব, ইধিকা, অনির্বাণ, সোহিনীদের সিনেমা নিয়ে পোস্ট করলেন বং গাই অর্থাৎ জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিরণ দত্ত (Kiran Dutta) একটি পোস্ট করেন। যেখানে দুটি বার্গারের ছবি দিয়ে দেবের সিনেমা এবং তার প্রমোশনের মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করেন। পাশাপাশি এই পোস্টের জন্য তিনি বহু মানুষের কাছে কুকথা শুনবেন, তাও জানেন। এমন কথাও পোষ্ট করতে দেখা যায় কিরণ দত্তকে।
বং গাই-য়ের ওই পোস্ট দেখে বহু মানুষ নানা ধরনের মন্তব্য করেন। তবে কেউ কেউ আবার কটাক্ষও করেন। কিরণ দত্তর পেজে রিচ কমে গিয়েছে। তাই রিচ বাড়াতে এই পোস্ট করছেন বলেও কটাক্ষ করেন অনেকে।
প্রসঙ্গত এই পুজোতে মুক্তি পেয়েছে বাংলায় আরও ৩টি ছবি। রক্তবীজ ২ থেকে শুরু করে দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতেই। তাই দর্শক নিজেরাও বুঝতে পারছেন না, ঠিক কোন সময়ে কোন ছবি দেখা উচিত। সবকিছু মিলিয়ে পুজোর বাজার গরম করতে হাজির পরপর ৪টি বাংলা সিনেমা।
দেখুন কিরণ দত্ত কী পোস্ট করলেন...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)