ফের সংবাদ শিরোনামে স্বরা ভাস্কর (Swara Bhasker)। এবার অভিনেত্রী বলে ফেললেন অন্যরকম কথা। স্বরা বললেন, ডিম্পল যাদবকে তাঁর ভাল লাগে। অর্থাৎ সমাজবাদী পার্টির সাংসদ তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের (Dimple Yadav) উপর তাঁর 'ভাল লাগা' বা 'ক্রাশ' রয়েছে। এমন মন্তব্য করতে শোনা যায় স্বরা ভাস্করকে। তাও আবার স্বামীর ফাহাদ আহমেদের পাশে বসে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ (Fahad Ahmed) একসঙ্গে। আর সেখানেই তিনি বলেন, 'আমরা সবাই বাইসেক্সুয়াল (Bisexual) অর্থাৎ উভকামী'। স্বরার ওই কথা শুনে সঞ্চালক প্রশ্ন করেন, বর্তমানে এমন কোনও মহিলা আছেন, যাঁকে তাঁর ভাল লাগে।
সঞ্চালকের প্রশ্নের উত্তরে স্বরা জানান, ডিম্পল যাদবের স্ত্রীর উপর তাঁর 'ক্রাশ' রয়েছে। স্ত্রীর কথা শুনে যখন সঞ্চালক প্রথমে বুঝতে পারেননি, তখন সেই দায়িত্ব নেন ফাহাদ আহমেদ।ফাহাদ বলেন, ডিম্পল হলেন, অখিলেশ যাদবের (Akhilesh Yadav) স্ত্রী। যা শুনে হেসে ফেলেন সঞ্চালকও।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উপর স্বরা ভাস্করের ভাল লাগা রয়েছে, এণন মন্তব্য শুনে ফের সংবাদ শিরোনামে নতুন করে আসতে শুরু করেছেন অভিনেত্রী।
শুনুন কী বললেন স্বরা ভাস্কর...
Warm and heartfelt birthday wishes to the ever graceful and wonderful @dimpleyadav ji! Have a great year ahead pic.twitter.com/U0Ix08eHz1
— Swara Bhasker (@ReallySwara) January 15, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)