ফের ঝাঁ চকচকে এক রাত। বিনোদন দুনিয়ার তাবড় তারকা থেকে দক্ষ শিল্পীদের সমাহার। হলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট। ভারতের মাটিতে ভোর থেকেই শুরু হয়ে গেছে  '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (96th Academy Awards) ওরফে অস্কার ২০২৪-এর (Oscars 2024) সময়। এবারের অনুষ্ঠানের সঞ্চালনা করছেন জিমি কিমেল (Jimmy Kimmel)।

এক ডজনেরও বেশি (১৩টি) মনোনয়ন নিয়ে নমিনেশন লিস্টে সবচেয়ে এগিয়ে ক্রিস্টেফার নোলানের ওপেনহাইমার। ইতিমধ্যেই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও এল ওপেনহাইমার টিমের কাছে।  সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে এনেছেন সিলিয়ান মারফি। তাঁর সঙ্গে এই বিভাগে লড়াইতে ছিল মায়েস্ট্রো ছবির ব্র্যাডলি কুপার, রাস্টিন ছবির নায়ক কোলম্যান ডোমিঙ্গো, দ্য হোল্ডওভারস এর পল গিয়ামাট্টি (দ্য হোল্ডওভারস) ও আমেরিকান ফিকশন ছবির জেফরি রাইট।'ওপেনহাইমার'-এ  জে. রবার্ট ওপেনহাইমার এর ভূমিকায় মারফির মনোমুগ্ধকর অভিনয় তাকে এনে দিয়েছে সেরা অভিনেতার অস্কার অ্যাওয়ার্ড।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)