নাম আখোঁ কি গুসতাখিয়াঁ (Aankhon Ki Gustakhiyan)। যেখানে বলা হচ্ছে 'লভ ইস ব্লাইন্ড'। অভিনয় করছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey) এবং শানায়া কাপুর। দ্বিতীয় নামেই চমক। অভিনেতা সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের কন্যা শানায়া (Shanaya Kapoor) বলিউডে পা রাখছেন বিক্রান্তের সঙ্গে। যেখানে বিক্রান্ত মাসে এবং শানায়া কাপুরকে দেখা যাবে অন্ধ দম্পতির ভূমিকায়। ভালবাসায় পরিপূর্ণ আখোঁ কি গুসতাখিয়াঁ (Aankhon Ki Gustakhiyan Teaser) এর টিজ়ার প্রকাশ্যে এসেছে। যার এক ঝলক এবং গানে মন ভরে গিয়েছে দর্শকের। বিক্রান্ত মাসের অভিনয় বরাবর পছন্দ করেন দর্শক। একেবারে অন্য ধারার অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নিয়েছেন বিক্রান্ত। তাঁর সঙ্গে নবাগতা শানায়া কাপুর কেমন অভিনয় করবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে শানায়ার সৌন্দর্যে দর্শক কুপোকাত। এবার তাঁর অভিয় দেখার আশায় বলে দর্শকরা। প্রসঙ্গত এর আগে গুরু রনধাওয়ার সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োতে সামনে আসেন শানায়া। যেখানে তাঁর নাচ নিয়ে বহু কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এবার দেখা যাক, আখোঁ কি গুসতাখিয়াঁ তে কেমন অভিনয় করেন সঞ্জয়-কন্যা শানায়া। বলিউডে ইতিমধ্যেই পা রেখেছেন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। রয়েছেন অর্জুন কাপুরও। এবার তারকা পরিবারের আরও এক সন্তান দর্শকের মন জয় করতে।

আরও পড়ুন: Farah Khan With Her Chef Dilip's Video: 'রাঁধুনির প্রথম বিদেশ...' বলতেই পাপারাৎজ়ির মুখে মিষ্টি গুঁজে দিলেন ফারহা খান, ভিডিয়ো দেখুন

দেখুন আখোঁ কি গুসতাখিয়াঁ এর টিজ়ার...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)