Xylazine Crisis in Philadelphia Photo Credit: Twitter@thelover_tito & @REVMAXXING

ফিলাডেলফিয়া-র রাস্তায় তৈরি হয়েছে ভৌতিক পরিবেশ। মানুষজন দু পায়ের বদলে হাটছে চার পায়ে। অচৈতন্য হয়ে শুয়ে রয়েছে রাস্তায়। উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই। কিন্তু কেন? প্রশ্নের উত্তর খুজলেই জানা যাবে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে জম্বি ড্রাগ মহামারী। এটি এমন একটি বিরক্তিকর প্রবণতা যা নতুন এবং বিপজ্জনক হুমকি সহ ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে।

এই অবস্থার জন্য দায়ী জাইলাজিন( Xylazine) , যা কখনও কখনও "ট্র্যাঙ্ক", "ট্র্যাঙ্ক ডোপ" এবং "জম্বি ড্রাগ" নামে পরিচিত। এই  পদার্থটি গুরুতর ক্লান্তি এবং শ্বাসযন্ত্রের বিষন্নতার মতো প্রশমক-সদৃশ পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে।ওই পদার্থের ব্যবহার ব্যবহারকারীদের উপর মারাত্মক প্রভাব ফেলে। সম্প্রতি ফিলাডেলফিয়ার কিছু ভিডিওতে এমন লোক দেখানো হয়েছে যারা দাঁড়াতে অক্ষম, প্রায় অচেতন এবং রাস্তায় 'জম্বির' মতো আচরণ করছে। সেইসব ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে প্রশ্ন উঠছে আমেরিকা্র সুরক্ষা নিয়েও।

দেখুন সেই ভিডিও :