Woman Carries Lion In Her Arms: সিংহ কোলে হেঁটে যাচ্ছেন এক মহিলা! ভিডিও দেখেই চোখ কপালে নেটিজেনদের
Woman Carries Lion In Her Arms (Photo: Twitter)

কুয়েত, ৫ জানুয়ারি: ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক মহিলা, কিছু একটা রয়েছে তাঁর হাতে। কাছে আসতেই দেখা গেল মহিলার কোলে রয়েছে একটি পেল্লাই সিংহ (Lion)। আর এই ভিডিও দেখেই চোখ কপালে তুলছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওটি কুয়েতের (Kuwait)। ভিডিওটি টুইটারে প্রায় ৫ লাখের বেশি ভিউ হয়েছে। বহু নেটিজেন কমেন্টও করেছেন।

সম্প্রতি একটি সিংহ খাঁচা থেকে কোনওভাবে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এরপরই কুয়েত সিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাবাহিয়া এলাকার স্থানীয় প্রশাসন লোকালয়ে সিংহ দেখা যাওয়ার বিষয়ে বেশ কয়েকটি খবর পায়। পরে এক মহিলাকে ওই সিংহটিকে নিয়ে কোলে নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়। জানা গিয়েছে, ওই মহিলাই সিংহের মালিক। ভিডিওতে সিংহটিকে গর্জন শুনতে পাওয়া গিয়েছিল। আরও পড়ুন: Kerala: কেরলে থানার লোহার দরজা ভেঙে তছনছ করে দিল হাতি, ভাইরাল ভিডিয়ো

দেখুন ভিডিও: 

সিংহ এবং বাঘের মতো প্রাণী পোষা কুয়েতে বেআইনি। তবে অনেকেই আইন মানেন না। অনেকেই সিংহ, চিতা, বাঘ এবং অন্যান্য প্রাণী বাড়িতেই পোষেন। পশু প্রেমী সংগঠনগুলির অভিযোগ, এই বিষয়ে প্রশাসন কোনও পদক্ষেপ বা ব্যবস্থা নেয় না।