Viral Video: নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভারতীয় ব্লগারের নাচ বলিউডের গানে, ভাইরাল ভিডিয়ো
Puja Jaiswal (Photo Credit: Instagram)

টাইমস স্কয়ারে বলিউডের গানে নাচছেন এক মহিলা। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এই দৃশ্য দেখে আপ্লুত ভারতীয়রা।  বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশার গানে নাচতে দেখা যায় ওই মহিলাকে।  শুধু তাই নয়, বাদশার গানে এক মহিলাকে নাচতে দেখা, তাঁর আশপাশে হাজির হন আরও অনেকে।  তাঁদেরও একসঙ্গে  নাচতে দেখা যায়। নিউ ইয়ার্কের টাইমস স্কয়ারের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।  সেই সঙ্গে পূজা জয়সওয়াল নামে কওই মহিলার প্রশংসা করতে দেখা যায় আরও অনেককে।

প্রসঙ্গত ২০১৮ সালে নবাবজাদে ছবির তেরে নাল নাচনা-য় নাচতে দেখা যায় পূজা জয়সওয়ালকে।  নবাবজাদে-র তেরে নাল নাচনায় অনস্ক্রিনে কোমর দোলাতে দেখা যায় আথিয়া শেট্টিকে।  এবার সেই গানেই নাচলেন এক প্রবাসী ভারতীয়।  তাও আবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে।  দেখুন...

 

 

View this post on Instagram

 

পূজা জয়সওয়ালের নাচ দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ। কেউ আবার ভালবাসা জানান পূজাকে। সব মিলিয়ে বাদশার গানে টাইমস স্কয়ারে নেচে ভাইরাল পুজা জয়সওয়াল নামে ওই ব্লগার।