লম্বায় ১৩ ফুট। মানে দুটো লম্বা মানুষের চেয়েও বড়। ওজন ৬৬০ পাউন্ড বা প্রায় ৩০০কেজি। ঠিক এত বড় একটা মাছ ধরা পড়ল কাম্বোডিয়ায়। মেকং নদীতে অন্যদিনগুলোর মতই মাছ ধরছিল এক মৎস্যজীবী। আচমকা বড় কিছু নড়ার আওয়াজ শুনে জাল ছুঁড়ে দেন তিনি। তার জালেই ধরা পড়ল মেকং ক্যাটফিশ নামের এই দৈত্য মাছ। বিশেষজ্ঞরা, শুদ্ধ জল থাকা এটাই মানুষের হাতে ধরা পড়া সবচেয়ে বড় মাছ।

এর আগে এই নদীতে কয়েক বছর আগে ৬৪৬ পাউন্ডের এক মেকং ক্যাটফিশ ধরা পড়েছিল। সেই রেকর্ডটা এবার ভাঙল। ৬৬০ পাউন্ডের মাছটিকে একটা ট্র্যাকিং ডিভাইস দিয়ে ফের জলে ছেড়ে দেওয়া হয়। ওই ডিভাইসটির মাধ্যমে বিজ্ঞানীরা এবার মাছটিকে নিয়ে গবেষণা করবেন। আরও পড়ুন: টহলরত পুলিশকর্মীর গাড়ি থামিয়ে কাটারি নিয়ে তেড়ে গেল যুবক (দেখুন ভিডিও)

দেখুন ছবি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)