মাস্ক পরোটা (Photo: ANI)

মাদুরাই, ৯ জুলাই: করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে অভিনব ভাবনা তামিলনাড়ুর মাদুরাইয়ের (Madurai) একটি রেস্তরাঁর। মাস্কের মতো দেখতে পরোটা (Mask parottas) তৈরি করে বিক্রি করছে তারা। আর এই মাস্ক পরোটার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। টুইটার সহ অন্য সোশাল মিডিয়ায় এই পরোটার ছবি ঝড় তুলেছে। শেয়ারও হচ্ছে। যতই ভাইরাল হয়েছে ততই বিক্রি বেড়েছে।

রেস্তরাঁর তরফে জানানো হয়েছে, করোনা সম্পর্কিত সুরক্ষা প্রোটোকল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই তারা এই সৃজনশীল ভাবনা নিয়ে এসেছে। মাতুতুবাণী বাস টার্মিনাস থেকে প্রায় ১.২ কিলোমিটার দূরে মাদুরাইয়ের টেম্পল সিটি হোটেলে এই মাস্ক পরোটা বিক্রি হচ্ছে। দাম ৫০ টাকা। তবে শুধু মাস্ক পরোটা নয়, রেস্তরাঁর হেঁসেলে তৈরি হচ্ছে আরও অনেক খাবার। যেমন করোনা দোসা এবং করোনা বড়া। আরও পড়ুন: Pre Wedding Photoshoot: ঠোঁটে-ঠোঁট, হবু স্বামীর সঙ্গে যৌনতায় মগ্ন তরুণী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রি ওয়েডিং ফটোশ্যুট

রেস্তরাঁর ম্যানেজার বলেন, "মাদুরাইয়ের বাসিন্দারা মাস্ক পরা নিয়ে বিশেষ সচেতন নন। তাই আমরা সচেতনতা বাড়াতে মাস্ক পরোটা চালু করেছি।"