এটিএমে সাপ (Photo: Twitter)

গাজিয়াবাদ, ১০ মে: এটিএমে (ATM) টাকা তুলত গিয়ে দেখলেন সেখানে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ (Snake)। তবে আপনি কী করবেন? ঠিক কী অবস্থা হবে আপনার? উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (Ghaziabad) থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে এটিএমে একটি সাপকে ধুরে বেড়াতে দেখা যায়। সাপটি মেশিনের মধ্যে ঢুকে যায়।

গাজিয়াবাদের গোবিন্দপুরমে দেরাদুন পাবলিক স্কুলের কাছে জে-ব্লক মার্কেটের একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে এই ঘটনা ঘটে। টাকা তুলতে এসে চোখ কপালে ওঠে গ্রাহকদের। আরও পড়ুন: Two Headed Wolf Snake Spotted In Odisha: দেহ একটাই, মাথা দুটো; বিরল সাপের দেখা মিলল ওড়িশার কেওনঝড়ে

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, সাপটি অনেকক্ষণ ধরে এটিএমের বাইরে বের হওয়ার চেষ্টা করছে। কাচের দরজার ধাক্কা মারছে। যদিও বের হতে না পেরে শেষে সাপটি মেশিনের মধ্যে ঢুকে যায়। কয়েকদিন আগে তামিলনাড়ুর একটি এটিএম থেকে একটি কোবরা উদ্ধার করা হয়েছিল।