নয়াদিল্লি: মাঝ আকাশে বিমানের (Flight) স্ক্রিনে হঠাৎ চালু হয় একটি অ্যাডাল্ট ছবি (Adult Film)। কোনও ভাবেই সেই ছবি বন্ধ করা গেল না। সিডনি থেকে জাপানগামী একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। ঘটনায় পরে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে কোয়ান্টাস। তথ্য অনুসারে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্ত যাত্রীর স্ক্রিনে বড়দের ছবিটি চলতে শুরু করেছিল। যাত্রীরা কোনওভাবেই স্ক্রিনটি অন্য বিনোদন মোডে স্যুইচ করতে পারেনি। বিমানটিতে অনেকের সঙ্গে শিশু ছিল। কিছু যাত্রী তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ক্ষোভ বাড়তে দেখে কোয়ান্টাস ক্ষমা চাইতে বাধ্য হন।
বিমানের পরিস্থিতি বর্ণনা করে একজন ব্যবহারকারী বলেছেন, ‘যারা ভাবছেন কেন শুধুমাত্র একটি সিনেমা চলছে, আসলে ফ্লাইটটি এক ঘন্টা বিলম্বিত হয় এবং ওই একটি সিনেমা চলতে থাকে সব স্ক্রিনে। আমি মনে করেছিলাম তারা এটি সমাধান করবে, কিন্তু তাঁরা করেনি। সিডনি বিমানবন্দরে কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল, আমি জানি না সেগুলি এর সঙ্গে সম্পর্কিত ছিল কিনা।’