(Photo Credit- Twitter/@amit3_singh)

কানপুর, ২৮ অগাস্ট: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) একটি নামী স্কুলের (School) মধ্যে ছাত্রীদের মারপিট (Fighting) করার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়াতে দেখা যাচ্ছে ক্লাসরুমে ৩ ছাত্রী মারপিট করছে। তারা একে অপরের চুল ধরে টানা ছেঁচড়া করছে। চলছে দাদার গালি গালাজ। এইরকম খানিকক্ষণ চলার পর অন্য কয়েকজন ছাত্রী এসে তাদের ছাড়িয়ে দেয়। ক্লাসরুমেই উপস্থিত কেউ সেই ভিডিও মোবাইলে তুলে নেয়। পরে এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

এই ভিডিওটি কোনও এক নামী স্কুলের বলে জানা গিয়েছে। তবে কবেকার ভিডিও তা জানা যায়নি। আর এটাও জানান যায়নি যে ছাত্রীরা কেন মারপিট করছিল। আরও পড়ুন: Viral Video: ছাত্রীদের পায়ে পড়ে ভোট ভিক্ষায় ছাত্র নেতারা, দেখুন ভাইরাল ভিডিও

ভিডিওটি সম্পর্কে আরও তথ্য জানা না গেলেও এটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে এটা ভাইরাল হয়ে যায়।