Photo Credits: ANI

নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) আয়োজিত ধর্মীয় সম্মেলনে (Convention) বক্তব্য রাখতে গিয়ে আল্লা (Allah) ও ওম (Om) একই বলে মন্তব্য করলেন জমিয়তে উলেমা-ই-হিন্দের প্রধান (Jamiat Ulema-e-Hind Chief) মৌলানা আরশাদ মাদানি (Maulana Arshad Madani)। আর তা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক (Controversy)।

রবিবার নয়াদিল্লিতে তিন দিনের ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে জমিয়তে উলেমা-ই-হিন্দের তরফে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আরশাদ মাদানি বলেন, "যখন শ্রী রাম ও শিব কিছুই ছিল না তখন মনু কাকে পুজো করতেন। কেউ কেউ বলেন, জৈনরা শিবকে পুজো করেন। আবার অনেকে বলেন, তাঁরা ওমের পুজো করেন। তাঁরা বায়ুকে পুজো করেন। যা সর্বত্র বিরাজমান। একেই আমরা আল্লা বলি। মনু মানে আদম। এটাই হল বিশ্বের ইতিহাস। সব জায়গা থেকে মাটি নিয়ে আদমের ছেলেমেয়েদের তৈরি করেছে আল্লা।"