নয়াদিল্লি: কুকুরের ফুটবল খেলার দৃশ্য হয়তো অনেকেই দেখে থাকবেন। কিন্তু আপনি কি কখনও মানুষের সঙ্গে কুকুরের (Dog) ফুটবল খেলার দৃশ্য দেখেছেন? সম্প্রতি ব্রাজিলের (Brazil) একটি ময়দানে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে। এক মিনিটের একটি ভিডিওতে মানুষের সঙ্গের কুকুরটির ফুটবল খেলার দৃশ্যে আপ্লুত হয়েছেন নেটিজেনরা। দেখুন সেই ভাইরাল ভিডিও।
ये ब्राज़ील का वीडियो है 😊pic.twitter.com/D9IZpLiY7O
— Milind Khandekar (@milindkhandekar) September 4, 2023