কোল্লাম: ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022) উপলক্ষে কেরলের (Kerala) কোল্লামের (Kollam) সাকথিকুলাঙ্গারায় (Sakthikulangara) একটি শোভাযাত্রা (rally) বের করা নিয়ে তুমুল গণ্ডগোলে জড়াল আর্জেন্টিনা (Argentina) ও ব্রাজিলের (Brazil) সমর্থকরা (fans)। রবিবার ঘটা এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই চমকে উঠেছেন সবাই। ইতিমধ্যে স্থানীয় থানায় ভারতীয় দণ্ডবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী মামলাও দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা একে অপরের উপরে লাঠি ও পাইপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে মারামারি করছে। তাদের হাতে দুই দেশের জাতীয় পতাকাও দেখা যাচ্ছে। ভিডিয়োটি টুইটারে পোস্ট করে এক ব্যক্তি ক্যাপশনে লিখেছেন, "বেগানাকে শাদি মে আবদুল্লা দিবানা।"
A fight between fans of Brazil and Argentina in Kerala! Begaane ke shaadi me...! 🤦🤦🤦 #QatarWorldCup2022 #Brazil #Argentina #Kerala pic.twitter.com/0mUnxO2ajs
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) November 22, 2022
Kerala | Case registered u/s 160 IPC(punishment for committing affray)at Sakthikulangara PS in Kollam in connection with a video where football fans of Argentina & Brazil were seen engaging in a brawl in Sakthikulangara rural during a road show
(Pics -screengrabs from the video) pic.twitter.com/4saG3os5ko
— ANI (@ANI) November 22, 2022