Christmas 2024: ডিসেম্বর মাস মানেই বড় দিনের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ বড়দিন উদযাপন করেন। শীতের মরশুম শুরু হতেই বাঙালির মেজাজ ফুরফুরে হয়ে যায়, চলে ঘুরতে যাওয়া ও খাওয়াদাওয়ার হিড়িক। এর মধ্যে বড়দিনের উৎসব আরও স্পেশাল হয়ে ওঠে। বড়দিন উপলক্ষে অনেকে ছুটি পেয়ে থাকেন, এই উৎসবের দিন আপনি আপনার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে কলকাতা ও কলকাতার কাছাকাছি গির্জাগুলো ঘুরে দেখতে পারেন। আপনার জন্য রইল বিখ্যাত কিছু পুরানো গির্জার সন্ধান।
সেন্ট পল্স ক্যাথিড্রাল চার্চ (St Paul’s Cathedral)
সেন্ট পল্স ক্যাথিড্রাল ১৮৪৭ সালে স্থাপিত কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ হিসাবে পৃথিবী বিখ্যাত। নন্দনের পাশেই অবস্থিত এই গির্জা। এই গির্জার সবচেয়ে বড় আকর্ষণ হল এর অভিনব নকশা, যা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই।
আর্মেনিয়ান চার্চ (Armenian Church)
১৭২৪ সালে নির্মিত কলকাতার প্রাচীনতম গির্জা আর্মেনিয়ান চার্চ। এটি বড়বাজারের কাছে অবস্থিত। এই চার্চের ভিতরের মার্বেলের স্থাপত্যকীর্তি দর্শকদের মুগ্ধ করে।
ব্যান্ডেল চার্চ (Bandel Church)
১৬৬০ সালে গোমেজ ডে সোটোর দ্বারা ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। ব্যান্ডেলে পর্তুগিজ বসতির একমাত্র চার্চ ছিল এটি। এটি 'ব্যান্ডেল' স্টেশন থেকে প্রায় ২ কিমি দূরে।
সেন্ট অ্যানড্রুজ গির্জা (St Andrews Church)
লালবাজার সদর দফতরের কাছে অবস্থিত এই গির্জা।এই গির্জাটি স্কটিশ প্রেসবিটারিয়ান মতাবলম্বীদের জন্য তৈরি হয়। কলকাতার পুরানো গির্জাগুলোর মধ্যে এটিও একটি।