২১ জুন পালিত হয় বিশ্ব সংগীত দিবস (World Music Day), সঙ্গীতপ্রেমীদের কাছে এক আনন্দ উৎসবের দিন। ১৯৮২ সালে ফ্রান্সে প্রথম এই দিনটি “Fête de la Musique” নামে শুরু হয়। মূল লক্ষ্য ছিল সংগীতকে জনগণের কাছে পৌঁছে দেওয়া। সংগীতশিল্পীদের জন্য খোলামেলা পরিবেশ তৈরি করা।
বিশ্ব সংগীত দিবস এমন একটি দিন যেখানে পেশাদার ও অপেশাদার সকল সংগীতপ্রেমীরা সুরের মূর্ছনা সৃষ্টি করে। এই দিন সংগীত হয় বিনামূল্যে, সবার জন্য উন্মুক্ত এটাই দিবসটির বিশেষত্ব।
সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, মানুষের আবেগ, অনুভূতি, স্মৃতি ও সংস্কৃতির বাহক। মানুষকে মানসিক শান্তি দেয়, দুঃখে সান্ত্বনা দেয়, আনন্দে উৎসাহিত করে। ২০২৫ সালের বিশ্ব সংগীত দিবসের থিম—"Harmony in Diversity", অর্থাৎ ভিন্নতার মধ্যেই ঐক্যের সুর। এই থিম সঙ্গীতের বহুমাত্রিকতা ও বৈচিত্র্যকে সম্মান জানায়।
এই দিনে ছোট-বড় বহু কনসার্ট, লাইভ পারফরম্যান্স, অনলাইন গান পরিবেশনা ও কর্মশালা আয়োজিত হয়।