Nude Cruise Ship (Photo Credit: Instagram)

আপনার ভ্যালেনটাইনস ডে-র পরিকল্পনী কী? কোথায় যাবেন  প্রেম দিবসে? প্রায় অর্ধেক পৃথিবী যখন ভ্যালেনটাইনস দিবসের পরিকল্পনা করে, সেই সময় একটি ক্রুজ বের হয় নগ্ন মানুষদের নিয়ে।

শুনতে অবাক লাগছে?  কিন্তু নরওের একটি ক্রুজ অর্থাৎ বিলাসবহুল জাহাজ ১১ দিন ঘোরে মিয়ামি, ফ্লোরিডার মত জায়গায়। অর্থাৎ উপকূলে এসে থামে ওই বিলাসবহুল জাহাজ। তবে উপকূলে জাহাজ দাঁড়াতেই সেখানকার অতিথিদের পোশাক পরতে হয়। তবে জাহাজ যখন বন্দর ছাড়ে, সেই মুহূর্তে প্রত্যেকে পোশাক পরিত্যাগ করে ফেলেন।

এমনই একটি জাহাজ রয়েছে নরওয়েতে। যেখানে আপনি পোশাক না পরেই চলাফেরা করতে পারেন। কোনও অসুবিধাই নেই।

বিগ নুড বোট (Big Nude Boat) হিসেবে পরিচিত ওই বিলাসবহুল জাহাজ। যা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে সমুদ্রে ভাসে। ২০২৬ সালে যে বিগ নুড বোট জলে ভাসবে, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ওই বিগ নুড বোট হবে আরও সাহসী এবং আগের চেয়ে আরও সুন্দর।

বিশ্বাস না হলে দেখুন এই ছবি...

 

 

View this post on Instagram

 

বিগ নুড বোটের একের পর এক ছবি ভাইরাল হতে শুরু করেছে...

 

 

View this post on Instagram

 

২০২৬ সালে কোন জায়গা থেকে এই বিগ নুড বোট ছাড়বে

রিপোর্টে প্রকাশ, আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের (The Nude Cruise) মিয়ামি থেকে এই বিলাসবহুল জাহাজ ছাড়বে। ৯ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়াবে এই বিলাসবহুল জাহাজ। যেখানে রাতের ঝলমলে পার্টি থেকে ওয়ার্কশপ, সমস্ত কিছু উপভোগ করতে পারবেন যাত্রীরা।

নিয়মকানুন মানতেই হবে

এই বিগ নুড বোটের নিয়ম অনুযায়ী, জাহাজ যখন বন্দরে ঢুকবে, তখন সবাইকে পোশাক পরতে হবে। কেউ কারও সঙ্গে অসভ্যতামি করতে পারেবন না। কেই অসভ্যতামি করতে গিয়ে ধরা পড়লে, সঙ্গে সঙ্গে তাঁকে পরের বন্দরে নামিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তিনি কোনও টাকা ফেরৎ পাবেন না।

কোনও ছবি তোলা যাবে না। ডান্স ফ্লোর থেকে সুইমিং পুল, সর্বত্র নিয়ম মেনে থাকতে হবে। নারী, পুরুষ কারও কোনও অসভ্যতামি সহ্য করা হবে না।

এই বিলাসবহুল জাহাজে ওঠার জন্য মুখিয়ে থাকেন প্রত্যেকে...

 

 

View this post on Instagram

 

এই জাহাজে ওঠার জন্য খরচ কত 

১১ দিন থাকতে পারবেন এই জাহাজে। বিলাসবহুল এই জাহাজে থাকার জন্য আপনাকে ৪৩ লক্ষ টাকা খরচ করতে হবে। যে ৪৩ লক্ষ টাকায় আপনি বিলাসবহুল জাহাজে যেমন চড়তে পারবেন, তেমনি সানবাথ থেকে একজটিক ভিচ ভ্যাকেশনের সমস্ত কিছু আপনাকে প্রলুব্ধ করবে।

তাই এবার তৈরি হয়ে যান, নিজের নাম নথিভুক্ত করুন যদি এই বিলাসবহুল নগ্ন জাহাজে আপনি উঠতে চান।