
Jamai Sasthi 2025: বারো মাসে তেরো পার্বণ কি আর সাধে বলা হয় বাঙালিকে! বছর ভরই লেগে রয়েছে পুজো পার্বণ, আচার অনুষ্ঠান। সামনেই রয়েছে বাঙালির আরও এক ঐতিহ্যবাহী সংস্কৃতিক লৌকিক আচার, জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়। এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। রেঁধে খাওয়ানো হয় পঞ্চব্যঞ্জন। জামাইদের কাছে এ যেন এক অতি পছন্দের আচার। সারা বছরই শ্বশুরবাড়িতে খাতির মিললেও, এদিন জামাইয়ের জন্যে বিশেষ আয়োজন হয়। আগের দিন থেকে শুরু হয় দোকান বাজার। সকাল থেকে উপবাস রেখে জামাইয়ের জন্যে হরেক রকমের পদ রান্না করেন শাশুড়িরা। যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে এই ঐতিহ্যবাহী আচার পালিত হয়ে আসছে। গোটা বছর জামাইরা এই দিনটার জন্যেই অপেক্ষা করে থাকেন।
জামাই ষষ্ঠী কবে?
এই বছর জামাই ষষ্ঠী পড়েছে ১৭ জ্যৈষ্ঠ অর্থাৎ ১ জুন, রবিবার। ষষ্ঠীর তিথি থাকবে আগের দিন ৩১ মে, শনিবার রাত ৮টা ১৭ মিনিট থেকে ১ জুন রাত ৮টা পর্যন্ত।
কেন পালিত হয় জামাই ষষ্ঠী?
বাঙালির ঘরে ঘরে আড়ম্বরতার সঙ্গে জামাই ষষ্ঠী পালিত হয়। বিভিন্ন পদের রান্না, মাছ, মাংস, ফল, মিষ্টি, দই, চাটনি, পাঁপড় দিয়ে সাজিয়ে দেওয়া হয় জামাইয়ের পাত। কিন্তু জানেন কি এই ষষ্ঠীর আচার কেন পালন করা হয়?
এক সময়ে ভারতে প্রচলিত সংস্কার ছিল, বিয়ের পর যতদিন না মেয়ে পুত্র সন্তানের জন্ম দেবে তত দিন বাবা-মা তাঁর মুখ দেখবেন না। ফলে মেয়েকে দেখার জন্যে দীর্ঘ বছর অপেক্ষা করতে হত তাঁদের। সেই নিয়ম থেকে পাশ কাটানোর জন্যে সমাজের বিধানদাতারা জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথির দিনটিকে বেছে নেন জামাই ষষ্ঠী (Jamai Sashti) পালন করার জন্যে। একদিকে জামাইকে আমন্ত্রণ করে সমাদরে ভোজ খাওয়ানো হবে আর সেই সঙ্গে মেয়ের মুখও দেখা হবে। আবার এও মনে করা হয়, এই দিন মা ষষ্ঠীকে পুজো করে সন্তুষ্ট করেন মেয়ের মায়েরা। যাতে তাঁর বিবাহিত মেয়ের কোল আলো করে পুত্র সন্তান আসে।