Mahashivratri (File Image)

Mahashivratri :  মহাশিবরাত্রির (Mahashivratri 2024) আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। কথিত আছে অবিবাহিত মেয়েরা এই পূজা করলে শিবের মতো বর পাবেন। মহাশিবরাত্রিতে, শিব ভক্তরা ভগবান শিবকে খুশি করার জন্য বিভিন্ন উপায়ে পূজা করে। শাস্ত্রে, ভগবান শিবের উপাসনাকে সবচেয়ে সহজ হিসাবে বর্ণনা করা হয়েছে। কেবল এক পাত্র জল নিবেদন করেই তাঁকে খুশি করা যায়। ভক্তরা তাঁকে ভোলেনাথও বলে।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: নিজের বিয়ের গয়নায় আম্বানিদের অনুষ্ঠানে সেজে উঠলেন করিনা, সাবেকিয়ানায় নতুন-পুরনোর ছোঁয়া

মহাশিবরাত্রি কবে ও কখন?

প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন হয়। এবছর মহাশিবরাত্রি পালন হবে আগামী ৮ মার্চ । পঞ্চাঙ্গ অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ৮ মার্চ রাত ৯.৫৭ মিনিটে শুরু হবে। শেষ হবে ৯ মার্চ সন্ধ্যা ৬.১৭ মিনিটে। হিন্দুধর্ম অনুসারে, শুধুমাত্র প্রদোষ সময়েই ভগবান শিবের উপাসনার বিশেষ তাৎপর্য রয়েছে, তাই মহাশিবরাত্রি উৎসব পালিত হবে শুধুমাত্র ৮ মার্চ।