Ashura: মহরম (Muharram) মাস ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস এবং এটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের জন্য। শিয়া মুসলিমদের জন্য মহরম শোক ও ত্যাগের প্রতীক। এই মাসে হযরত ইমাম হুসাইন (রা.), নবী মুহাম্মদ (সা.)-এর নাতি, ৬১ হিজরিতে (৬৮০ খ্রিস্টাব্দ) কারবালার যুদ্ধে শহীদ হন।
মহরমের ১০ম দিন আশুরা (Ashura) পালিত হয়। আশুরা আরবি শব্দ। আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি। এর অর্থ হচ্ছে দশ। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। আগামী ৫ জুলাই আশুরা পালিত হবে। দিনটি চাঁদ দেখার উপর নির্ভর করে। আরও পড়ুন: Jagannath Dev's Rath Yatra 2025: স্নান যাত্রার পর জগন্নাথ দর্শন বন্ধ, ফুলুরি তেলে মালিশের পর সুস্থ হবেন মহাপ্রভু, তারপরই রথযাত্রা
মহরম কত তারিখে ২০২৫
আরবী শব্দ 'মুহররম'-র অর্থ হল পবিত্র। মহরমের দিন চাঁদ দেখার উপর নির্ভর করে পড়ে। ভারতে, ২৬ জুন চাঁদ দেখা গিয়েছে সেইমতো ইসলামিক নববর্ষের প্রথম দিন ২৭ জুন (শুক্রবার) থেকে শুরু হয়েছে।
মহরমে শিয়ারা শোকসভা, মাতম এবং তাজিয়া মিছিলের মাধ্যমে ইমাম হুসাইনের শাহাদত স্মরণ করে। সুন্নিরাও এই মাসে রোজা রাখা এবং দান-খয়রাতের মাধ্যমে আশুরার তাৎপর্য পালন করে।