Valentine's Day Gift Ideas

আজ ১৪ ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 2025)। প্রেমিক-প্রেমিকার কাছে ভালোবাসা উদযাপনের দিন। বছরভর যুগলরা যেন এই দিনটার জন্যেই অধীর অগ্রহে বসে থাকেন। যদিও ভালোবাসা উদযাপনের জন্যে কোন নির্দিষ্ট দিন হয় না। সম্পর্কে ভালোবাসা আর কাছের মানুষের প্রতি টান থাকলে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)।

তবুও প্রতিবছর প্রেমের এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে থাকতেন বহু যুগল। একসঙ্গে ঘুরতে গিয়ে, একসঙ্গে সময় কাটিয়ে দিনটিকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করেন তাঁরা। ভালোবাসার এই দিনে নিজের ভালোবাসার মানুষটিকে বিশেষ কিছু উপহার দিতে কার না ইচ্ছা করে। কিন্তু 'কী উপহার সাজিয়ে দেব' ভাবতে ভাবতেই মাথা চুলকাতে হয় অনেককে। বাজেটের মধ্যেই কাছের মানুষকে মনের মত কী উপহার দেবেন ভাবছেন? তাহলে এই প্রতিবেদন কেবল আপনার জন্যেই।

স্কুল কিংবা কলেজ পড়ুয়ারা নিজের ভ্যালেন্টাইনকে যে সমস্ত উপহারগুলো দিতে পারবেন নীচে দেওয়া রইল সেই তালিকা। যা আপনার বাজেটেও আসবে এবং আপনার মনের মানুষকে খুশিই করবে।

১) হাতে লেখা প্রেম পত্রঃ

হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেজের যুগে হাতে লেখা চিঠির চল তো একেবারেই চলে গিয়েছে। তাই ভালোবাসার এই দিনে নিজের ভালোবাসার মানুষের জন্যে নিজের হাতে একটি চিঠি লিখে ফেলুন। তাঁর প্রতি আপনার মনের সমস্ত অনুভূতি, আবেগ উজাড় করে লিখুন সেই 'লাভ লেটার'। দেখবেন আপনার দেওয়া প্রেমপত্র যকের ধনের মত সারা জীবন আগলে রেখে দেবে সেই মানুষটা।

২) ফুলঃ

ফুল হল ভালোবাসার অন্যতম প্রতীক। ভালোবাসার এই দিনে ভালোবাসার মানুষকে এক তোরা ফুল এনে দিন। দেখবেন তাঁর মুখে হাসি ফুটবেই।

৩) ঘোরাঘুরিঃ

এই বিশেষ দিনে তাঁকে তাঁরই পছন্দের কোন জায়গায় ঘুরতে নিয়ে যান। তবে নিয়ে যাওয়া আগে জায়গাটা তাঁর কাছে সারপ্রাইজ রাখুন। একেবারে নিয়ে গিয়ে চমক দিন। সারাদিন একসঙ্গে সময় কাটান। রোজকার ব্যস্ততার মধ্যে এই একটা বিশেষ দিনে যদি নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে সময় কাটান, তাঁকে অনুভব করান যে আপনি তাঁকে কতটা ভালোবাসেন - এর চেয়ে সুখের আর কী হতে পারে!

৪) সারপ্রাইজ ডিনার ডেটঃ

ভ্যালেন্টাইন্স ডে'তে নিজের ভ্যালেন্টাইনের জন্যে একটা সারপ্রাইজ ডিনার ডেটের আয়োজন করতে পারেন। মোমবাতির আলোয় দুজনে মুখোমুখি বসে গল্প করুণ, পছন্দের খাবার খান। প্রেম বাড়বে বইকি।