Ulta Rath Yatra (File Image)

আজ উল্টোরথ যাত্রা, পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ। গত ৭ জুলাই ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ রথযাত্রা শুরু হয়েছিল। সাতদিন পর পালিত হয় উল্টোরথ যাত্রা। ক্যালেন্ডার অনুযায়ী এই বিশেষ দিন পড়েছে আজ অর্থাৎ ১৫ জুলাই। উল্টোরথ যাত্রায় অংশ নিতে ওড়িশার পুরীতে সোমবার অসংখ্য ভক্ত জড়ো হয়েছেন। উল্টোরথ যাত্রায় আপনি আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন রথ যাত্রার শুভেচ্ছা।