নয়াদিল্লি: তীব্র দাবদাহে পুড়ছে সমতলের প্রাণীকুল।গরম থেকে রেহাই পেতে সমতলের মানুষ ঠাণ্ডার খোঁজে বেড়িয়ে পড়ছেন। এইসময় হিমাচলের বিভিন্ন জায়গাই পর্যটকদের (Tourists) ভিড় বেড়েছে। মনোরম আবহাওয়া পেতে এবং সমতলের এই তীব্র প্রদাহ থেকে বাঁচতে মানুষ প্রতিদিন এখন পাহাড়ে ভিড় বাড়াচ্ছেন।

দিল্লির থেকে যাওয়া পর্যটক রাঘব বলেন, ‘ দিল্লির আবহাওয়া এতটাই উতপ্ত যে আমরা তা থেকে বাঁচতে পাহাড়ে আসার পরিকল্পনা করি। এখানে তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি। এখানে এসে এই আবহয়া ও পাহাড়ি সৌন্দর্য আমরা এখন দারুণ উপভোগ করছি।

দেখুন টুইট