রাঁচি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। তবে শুধু রাচির শহর নয়, তার আশেপাশের এলাকাতেও রয়েছে এমন কিছু মনমুগ্ধকর দর্শনীয় স্থান যেখানে ছুটি পেলেই পরিবার বা বন্ধুদের সঙ্গে একঝটিতে ঘুরে আসা যায়।
হীরনি ফলস: রাঁচির সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে অন্যতম হল হীরনি ফলস। রাচি থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত এই জলপ্রপাত মনকে ঠান্ডা করে দেয়। বর্ষার পর এখানে প্রকৃতির রূপ যেন আরো ফুটে ওঠে।
জোনহা ফলস: এরপর রয়েছে জোনহা ফলস, যেখানে পৌঁছাতে হলে প্রায় ৫০০ সিঁড়ি নামতে হয়। তবে নিচে নেমে পড়লে উপরে উঠার কষ্টও ভুলে যাবেন সৌন্দর্যের ছোঁয়ায়।
দাসম ফলস: রাঁচির কাছে অবস্থিত দাসম ফলস আরেকটি বিখ্যাত জায়গা, যেখানে জলপ্রপাতের ধ্বনি আর সবুজে ঘেরা পরিবেশ মন ছুঁয়ে যায়। যারা পাহাড় ও প্রকৃতিকে ভালবাসেন, তাদের জন্য আদর্শ গন্তব্য।
প্রকৃতি ছাড়াও, ধর্মীয় ও ঐতিহাসিক স্থান যেমন ধুরওয়া ড্যাম, রাঁচি হিল ও পাহাড়ী মন্দির, কিংবা রক গার্ডেন ও কাঁকে ড্যাম – সবকিছুই রয়েছে কাছেই।
এইসব জায়গা এমনই যে একদিন বা দুদিনের ছুটিতে সহজেই ঘুরে দেখা যায়। শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক শান্তিতে নিজেকে ডুবিয়ে দিতে চাইলে, রাচির কাছের এই স্পটগুলো একবার ঘুরে দেখতেই হবে। তাই পরের বার ছুটি পেলে বেশি ভাববেন না, ব্যাগ গুছিয়ে রওনা হয়ে পড়ুন রাচি।