National Education Day 2023 (File Image)

কলকাতা: আজ জাতীয় শিক্ষা দিবস। প্রতি বছর ১১ নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদের স্মরণে দেশে জাতীয় শিক্ষা দিবস  (National Education Day 2023) পালন হয়।  এই দিবসের উদ্দেশ্য শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে দেওয়া। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম (Abul Kalam Azad) আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটির আয়োজন করা হয়, যা আমরা জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করি।

জাতীয় শিক্ষা দিবস পালন করা হচ্ছে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে। স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদ দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ভারতের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং সকলের কাছে সহজলভ্য করার জন্য তাঁর অনেক অবদান রয়েছে। জাতীয় শিক্ষা দিবসে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনেক সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় শিক্ষা দিবসে আপনার প্রিজনদের হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তা-

 

National Education Day 2023 (File Image)

 

National Education Day 2023 (File Image)

 

National Education Day 2023 (File Image)

 

National Education Day 2023 (File Image)

 

National Education Day 2023 (File Image)