Things to Buy on Dhanteras (Photo Credits: Pixabay and PxFuel)

কলকাতা: দীপাবলির আগেই দিন পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরস (Dhanteras)। ধনতেরস, ধনত্রয়োদশী বা ধন্বন্তরী ত্রয়োদশী নামেও পরিচিত। বিশ্বাস করা হয় ধনতেরসের দিনে সোনা বা চাঁদি কিনলে সুখ ও সমৃদ্ধি মেলে। এবছর ধনতেরস পড়েছে, ১০ নভেম্বর শুক্রবার। শুভমুহূর্ত বেলা ১২.৩০ মিনিটে পড়ছে। শেষ হবে ১১ নভেম্বর, শনিবার, বেলা ১টা ৫০ মিনিটে। ১১ নভেম্বর দুপুর ১.৫৭ মিনিট পর্যন্ত কেনাকাটা করতে পারবেন। সোনা চাঁদি ছাড়াও এদিন অনেকে অনেকরকম নতুন জিনিসপত্র কেনেন। আপনি ধনতেরসে কিনতে পারেন এমন জিনিসগুলোর তালিকা রইল।

বাসনপত্র এবং রান্নাঘরের সরঞ্জাম: সাধারণত ধনতেরসের দিনে রান্নাঘরের জিনিসপত্র কেনা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এটি দেবী লক্ষ্মীকে রান্নাঘরে আমন্ত্রণ জানানোর প্রতীক।

Kitchen Utensils and Appliances (Photo Credits: freerangestock)

 

ইলেকট্রনিক আইটেম: ধনতেরসের দিন অনেকে ফোন, টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক আইটেমও কিনে থাকেন।

Representational Image (Photo Credits: Pixahive)

 

সোনা-রুপো: ধনতেরসে সোনা বা রুপোর গহনা কেনার ঐতিহ্য রয়েছে। বিশ্বাস করা হয় ধনত্রয়োদশীতে এই জিনিসগুলি কিনলে সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে।

Representational Image (Photo Credits: PxFuel)

 

নতুন জামাকাপড়: ধনতেরসে নতুন জামাকাপড় কেনা একটি সাধারণ অভ্যাস। এটি একটি নতুন শুরু এবং সমৃদ্ধির প্রতীক।

Representational Image (Photo Credits: Pexels)

 

দেব-দেবীর মূর্তি: পিতল, রুপো, মার্বেল বা কাঠের তৈরি দেব-দেবীর মূর্তি কেনার জন্য ধনতেরস আদর্শ সময়।

Lakshmi Ganesh Murti (Photo Credits: Pixabay)

 

ঝাড়ু: ধনতেরসের দিনে ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়।