আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস (Teachers Day 2024)। এদিন সারাদেশে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করা হয়।যদিও বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর। ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এবং একজন দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ১৮৮৮ সালে ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
শিক্ষক দিবস শুভেচ্ছা জানাতে রইল সেরা কিছু উক্তি -
‘শিক্ষা হল মানুষের মধ্যে ইতিমধ্যেই পরিপূর্ণতার প্রকাশ।’ - স্বামী বিবেকানন্দ
‘আমি সবসময় অনুভব করেছি যে ছাত্রের জন্য প্রকৃত পাঠ্যপুস্তকই তার শিক্ষক।’ - মহাত্মা গান্ধী
‘সত্যিকার শিক্ষক তাঁরাই যারা আমাদের নিজেদের ভাবনার বিকাশে সাহায্য করে।’ - ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
‘মনে রাখবেন একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক পৃথিবীকে পরিবর্তন করতে পারে।’ - মালালা ইউসুফজাই
শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে গ্রিটিংস তৈরির ভিডিও
গ্রিটিংসের ভিডিও
গ্রিটিংসে শুভেচ্ছা বারতার ভিডিও