Subho Nababarsho 1431: বাঙালির গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ (Noboborsho)। বাঙালিরা মুখিয়ে থাকেন এই দিনটির অপেক্ষায়। নববর্ষ মানেই নতুন জামাকাপড় পরা, আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে পয়লা বৈশাখ বাঙালির জমজমাট একটি দিন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, বাংলা নববর্ষ সাধারণত ১৪ বা ১৫ এপ্রিল পড়ে, তাই নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পয়লা বৈশাখে প্রিয়জনদের জানিয়ে দিন শুভ নববর্ষ ১৪৩১-এর শুভেচ্ছা বার্তা।