Photo Credit: Wikimedia Commons

দিল্লি, ১৬ নভেম্বর: বিশ্ব জুড়ে কমছে পুরুষদের স্পার্ম (Sperm) কাউন্ট। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও কমছে পুরুষদের স্পার্ম কাউন্ট। গোটা বিশ্ব জুড়ে যেভাবে স্পার্ম কাউন্ট কমছে পুরুষদের, তাতে তাঁদের শরীরের উপর কতটা প্রভাব পড়ছে, তা নিয়েও আশঙ্কায় চিকিৎসকরা। স্পার্ম কাউন্ট কমে যাওয়ায় পুরুষদের টেস্টিকুলার ক্যানসারের (মূত্রাশয়ে হয়) প্রবণতাও ক্রমশ বাড়ছে বলে সম্প্রতি একটি গবেষণায় প্রকাশ পেয়েছে। বর্তমানে যে ধরনের জীবনধারণের প্রবণতা দেখা দিয়েছে মানুষের মধ্যে, তা থেকেই স্পার্ম কাউন্ট কমছে বলে মনে করছেন চিকিৎসকরা (Doctor)। বর্তমান জীবনধারণে যেভাবে মানুষ গতিময় জীবনযাপন করছে, তার জেরে ক্রমশ পুরুষদের স্পার্ম কাউন্ট কমছে।

হিউম্যান রিপ্রোডাকশন আপডেট নামে একটি জার্নালে মঙ্গলবার পুরুষদের স্পার্ম কাউন্ট কমার বিষয়টি প্রকাশ্যে আসে। বিশ্বের ৫৩টি দেশের একাধিক পুরুষের উপর গবেষণা চালিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশ থেকে তথ্য জোগাড়ের কাজ শুরু করে এই মেডিকেল জার্নাল।

যার মধ্যে এর আগে কখনও দক্ষিণ আফ্রিকা, এশিয়া এবং আফ্রিকায় গবেষণার কাজ করেনি। এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা, এশিয়া, আফ্রিকার একাধিক মানুষের উপর পরীক্ষা চালিয়ে গবেষমা পত্র প্রকাশ করা হয়েছে।