দেশের জন্য প্রাণ দিয়েছেন ভগৎ সিং, সুখদেব থাপ্পার, শিবরাম রাজগুরুরা। দেশের মানুষকে স্বাধীন করতে ভগৎ সিং, সুখদেব থাপ্পার এনং শিবরাম রাজগুরুর মৃত্যুদিনকেই শহিদ দিবস (Shaheed Diwas ) হিসেবে পালন করা হয় গোটা দেশে। শহিদের রক্তে যেভাবে স্বাধীনতা এসেছে, তার প্রমাণ এই ২৩ মার্চ। চলতি বছর ২৩ মার্চ উপলক্ষ্যে পাঞ্জাবে ছুটি ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান জানান, ২৩ মার্চ রাজ্যে অফিস, স্কুল, কলেজ সবকিছু বন্ধ থাকবে।
শহিদ দিবস উপলক্ষ্যে এ বছর কলকাতায় বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করা হবে।
কলকাতায় বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২৩ মার্চ অর্থাৎ বুধবার সন্ধে ৬টায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই দিল্লি থেকে এই গ্যালারির উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন বলে খবর।