Ashura Messages (File Image)

Ashura 2025: আশুরা (Ashura) ইসলাম ধর্মে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে ভিন্নভাবে পালিত হয়। শিয়া সম্প্রদায়ের জন্য আশুরা শোকের দিন। ৬৮০ খ্রিস্টাব্দে (৬১ হিজরি) মহররমের ১০ তারিখে কারবালার প্রান্তরে হযরত মুহাম্মদ (সা.)-এর নাতি হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীরা শহিদ হন। এই ঘটনা শিয়া মুসলিমদের জন্য সত্য ও ন্যায়ের পক্ষে আত্মত্যাগের প্রতীক। আশুরার এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সকলকে রহমত ও মাগফিরাত দান করুন। প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা।

Ashura Messages (File Image)

 

Ashura Messages (File Image)

 

Ashura Messages (File Image)

 

Ashura Messages (File Image)