Ashura 2025: আশুরা মহররম মাসের ১০ম দিনে পালিত হয়। এটি ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ দিন। ৬১ হিজরিতে (৬৮০ খ্রিস্টাব্দ) মহররমের ১০ তারিখে কারবালার প্রান্তরে হযরত মুহাম্মদ (সা.)-এর নাতি হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীরা শহিদ হন। এই ঘটনা শিয়া সম্প্রদায়ের জন্য শোকের কারণ হলেও, সুন্নিরা আশুরার (Ashura) দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সুন্নি মুসলমানদের মধ্যে আশুরার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ প্রিয়জনদের পাঠিয়ে দিন পবিত্র আশুরার শুভেচ্ছা।



