আজ ১৪ ফেব্রুয়ারি। পুলওয়ামা হামলার চতুর্থ বর্ষপূর্তি। ২০১৯ সালের আজকের দিনে বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি।এক নারকীয় হামলায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা বাহিনীদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান।২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে।ওই সময় ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজার জওয়ান জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হামলার প্রত্যাঘাত হিসেবে নিয়ন্ত্রণরেখার ওপারে বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা।
আজ দেশের সেই ৪০ জন বীর শহীদদের স্মরণ করে তাদের জন্য রইল লেটেস্টলির শ্রদ্ধার্ঘ।