আজ ১৪ ফেব্রুয়ারি। পুলওয়ামা হামলার চতুর্থ বর্ষপূর্তি। ২০১৯ সালের আজকের দিনে বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি।এক নারকীয় হামলায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা বাহিনীদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান।২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে।ওই সময় ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজার জওয়ান জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হামলার প্রত্যাঘাত হিসেবে নিয়ন্ত্রণরেখার ওপারে বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা।

আজ দেশের সেই ৪০ জন বীর শহীদদের স্মরণ করে তাদের জন্য রইল লেটেস্টলির শ্রদ্ধার্ঘ।

Tribute to CRPF Martyrs on Pulwama Attack ( Photo Credit: File Photo)
Tribute to CRPF Martyrs on Pulwama Attack ( Photo Credit: File Photo)
Tribute to CRPF Martyrs on Pulwama Attack ( Photo Credit: File Photo)
Tribute to CRPF Martyrs on Pulwama Attack ( Photo Credit: File Photo)
Tribute to CRPF Martyrs on Pulwama Attack ( Photo Credit: File Photo)