Photo Credit_Twitter

পৃথিবীতে অপরাধের যেমন রকমফের আছে তেমনি তাঁর সাজার ও অনেক পদ্ধতি আছে। তবে এই অপরাধীর অপরাধ শুনলে আপনার হাসি কে চেপে রাখতে পারবেন না। ৪১ বছর বয়সী ম্যাথু হ্যাপগুড একজন দুষ্কৃতি যিনি ডাকাতি, ছিনতাই, রাহাজানির মত অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।একদিন একটি দোকান লুট করে পালানোর সময় তিনি কর্তব্যরত পুলিশের হাতে ধরা পড়ে যান। সেখানে থেকে পালিয়ে যাওয়ার জন্য অফিসারের মুখের ওপর শরীর নিঃসৃত গ্যাসের প্রয়োগ করার চেষ্টা করেছিলেন তিনি। যার ফলে এখন তাঁকে তিন বছরের সাজা ভোগ করতে হচ্ছে।

ম্যাথু হ্যাপগুড, ওক্সফোর্ড ক্রাউন কোর্টে ডাকাতি, দোকানপাট দখল এবং অপরাধমূলক ক্ষতির জন্য দোষী সাব্যস্ত করেছেন। বিচারক ইয়ান প্রিঙ্গল কিউসি (Judge Ian Pringle QC) তাকে ৩৪ মাসের জেলবন্দী থাকার নির্দেশ দিয়েছেন।তিনি বলেছিলেন: 'আপনার অপরাধের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, এর আগে ৮৩ টি অপরাধের জন্য আপনি ৩১ বার পূর্বে দোষী সাব্যস্ত হয়েছেন।তাই এটি ছোট অপরাধ হলেও শাস্তি প্রাপ্য।