Electricity Board (Photo Credit: File Photo)

Vampire Energy Loss: ভ্যাম্পায়ার এনার্জি লস। এমন একটি শব্দবন্ধ নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চর্চা চলছে পুরোদমে। আদতে কী এই ভ্যাম্পায়ার এনার্জি লস? সোশ্যাল মিডিয়া এক্স জুড়ে এই ভ্যাম্পায়ার এনার্জি লস শব্দবন্ধ নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

কী এই ভ্যাম্পায়ার এনার্জি লস?

ভ্যাম্পায়ার এনার্জি (Electricity) লসের অর্থ, আপনি যখন আপনার মোবাইল বা অন্য কোনও ডিভাইসকে চার্জ থেকে সরিয়ে নিচ্ছেন কিন্তু প্ল্যাগ থাকছে ওই ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিন বোর্ডে, সেই সময়টিকে বলা হয় ভ্যাম্পায়ার এনার্জি লস। অর্থাৎ ডিভাইস চার্জ থেকে সরিয়ে নেওয়ার পরও যদি সেখানে প্ল্যাগ থাকে, তাতে যে বিদ্যুৎ খরচ হয় ক্রমাগত। খুব অল্প পরিমাণ বিদ্যুৎ সেখানে খরচ হলেও, তা নিয়মিত চলে। প্ল্যাগ বোর্ডের সঙ্গে সংযুক্ত থাকলে, তার জেরে ক্রমাগত যে বিদ্যুৎ অপচয় হয়,তার জেরে বিলও বেশি আসে। দিনের পর দিন ধরে এইভাবে বিদ্যুৎ খরচের জেরে যে বৃহৎ আকার নেয় সেটি, তাকেই ভ্যাম্পায়ার এনার্জি লস বলে অভিহিত করা হয়।

টিভি, মোবাইল, ইন্ডাকশন বা যে কোনও ধরনের ডিভাইস চার্জ থেকে খুলে নিলেও, প্লাগ যদি লাগানো থাকে, তাতে যে বিদ্যুৎ খরচ হয়, তাকেই ভ্যাম্পায়ার এনার্জি লস বলে। পরীক্ষায় জানা গিয়েছে, চার্জ না দিয়ে মোবাইলের চার্জার যদি ইলেকট্রিক বোর্ডে সংযুক্ত থাকে,তাহলে ০.২৬ ওয়াটট বিদ্যুর অপচয় হয়।

শুধু তাই নয়, প্রত্যেক মাসে আপনার যে বিদ্যুতের বিল আসে, সেখানে ৫-১০% অতিরিক্ত টটাকা গুনতে হয় এই ভ্যাম্পায়র এনার্জি লস থেকে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা শুরু হয়েছে...

 

 

কীভাবে এই ভ্যাম্পায়ার এনার্জি লস ঠেকাবেন?

ভ্যাম্পায়ার এনার্জি লস ঠেকানোর একমাত্র রাস্তা, যখন আপনার ডিভাইসে চার্জ সম্পন্ন হবে, তখন চার্জার খুলে ফেলুন। ডিভাইস ব্যবহার না করলে, কখনও প্ল্যাগ লাগিয়ে রাখবেন না চার্জারের সঙ্গে। চার্জ শেষ হলে যেমন সুইচ বন্ধ করে দেবেন, তেমনি চার্জারও প্ল্যাগ থেকে খুলে ফেলতে হবে। তাহলেইদিনের পর দিন ধরে যে বিদ্যুৎ অপচয় হচ্ছিল এবং আপনার বিল বাড়ছিল, তা শেষ হবে।