Couple In Bed (Photo Credits: Pixabay)

জীবনে আমরা কী করবো, ভবিষ্যতে কেরিয়ারে কী করতে চাই তা নিয়ে আমরা যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই পা বাড়াই। সামান্য কোথায় ঘুরতে যাওয়ার হলেও আমরা কতশত প্ল্যানিং করে তবেই বের হই। সম্পর্কে যৌনতাও কী পরিকল্পিত হওয়া উচিৎ? কী বলছে গবেষণা।

সদ্য জার্নাল অফ সেক্স রিসার্চে প্রকাশিত ইয়র্ক ইউনিভার্সিটির নতুন গবেষণায় দেখা গিয়েছে, পরিকল্পিত সঙ্গমের তুলনায় অপরিকল্পিত সঙ্গম অনেক বেশি রোমাঞ্চকর এবং আরামদায়ক। অর্থাৎ শুরুতে একজনের যৌনতায় সেরকম ইচ্ছা নেই কিন্তু সঙ্গমের মাঝে এমন ভালোলাগা তৈরি হল যে যুগলের উত্তেজনার মাত্রা তুঙ্গে পৌঁছে গেল। ধরা যাক রোজকার কর্ম ব্যস্ততার জীবনে বাড়ি ফিরে দুজনেই ক্লান্ত। সঙ্গমে কারুরই ইচ্ছা নেই। কিন্তু এমন এক মুহূর্তে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করে যৌনতায় লিপ্ত হয়ে মহিলা এবং পুরুষ দুজনের যৌন তৃপ্তি অনেক বেশি ছিল, পরিকল্পিত মিলনের তুলনায়।

ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকরা কয়েকটি যুগলের মধ্যে যৌন সম্পর্ক নিয়ে তিন সপ্তাহের একটি সমীক্ষা পর্যালোচনা করেছিলেন। যেখানে যুগলেরা তাঁদের যৌন সম্পর্ক নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। যাতে দেখা গিয়েছে, স্বতঃস্ফূর্ত মিলনের চাইতে অপরিকল্পিত যৌনতা অধিকাংশ ক্ষেত্রে তাঁদের কাছে অনেক বেশি আরামদায়ক হয়ে উঠেছে। তাই যৌনতায় স্বতঃস্ফূর্ত মিনলই যে সমসময়ে নারী এবং পুরুষকে উপযুক্ত যৌন তৃপ্তি দেবে এমনটা নয়। সঙ্গীর সঙ্গে কখনও কখনও ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আদরে মগ্ন হন। আর সেই আদর আপনার সঙ্গীকে বাধ্য করবে আপনাকে আরও কাছে টেনে ধরার জন্যে।  যদিও  সম্পর্কে উষ্ণতার পারদের সঠিক কোন মাপকাঠি হয় না। বিছানায় কে কীভাবে নিজের যৌন তৃপ্তি মেটাবে তা ব্যক্তি বিশেষে নির্ভর করে।