২৩মে,২০১৯: পেটে প্রচণ্ড ব্যাথা। সেটা দেখাতেই স্থানীয় চিকিৎসকের কাছে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের কর্ণ সেন নামে এয ব্যক্তি। হিমাচল প্রদেশের (Himachal Pradesh)মান্ডি জেলার সুরেন্দ্র নগরের ঘটনা। স্থানীয় চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে লাল বাহাদুর শাস্ত্রি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কর্ণ সেনের পেটের এক্সরে করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরাও চমকে গিয়েছিলেন। এক্সরেতে দেখা যায় কর্ণর পেটের ভেতর তিনটে ছুরি ছাড়াও রয়েছে একাধিক ধাতব বস্তু।
প্রায় চার ঘণ্টা ধরে তিন সার্জন অস্ত্রোপচার করে কর্ণ পেটের ভেতর থেকে তিনটে ছুরি(Knives), দুটো টুথব্রাশ, আটটি চামচ(Spoons), দুটি স্ক্রু ড্রাইভার (Screwdrivers)বের করেন।
সফল হয়েছে আস্ত্রপচার। রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন কর্ণ সেন একটি বিশেষ ধরনের রোগে আক্রান্ত। যার জেরে তিনি এই ধরনের ধাতব পদার্থ খেয়ে ফেলেছিলেন। তবে এটা অত্যন্ত বিরল ঘটনা বলে জানিয়েছেন তাঁরা।