Photo Credit_File Images

দক্ষিণ কোরিয়ার একটি আদালত একজন ব্যক্তিকে তার প্রাক্তন বান্ধবীর ব্যয়বহুল লুইস ভিট্টন (Louis Vuitton)হ্যান্ডব্যাগে প্রস্রাব করার অভিযোগে ক্ষতিপূরণ  হিসাবে ৯০০০০ টাকা দেওয়ার নির্দেশ দিল।এই ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্র মারফত জানা গেছে, গত বছর প্রাক্তন বান্ধবীর বাড়িতে দুজনের মধ্যে বিশাল ঝগড়া হয়েছিল, অভিযুক্ত  ব্যক্তিটি ব্যয়বহুল জিনিসপত্রে অযথা খরচ করার জন্য প্রেমিকাকে তিরস্কার করেছিল, কারণ  অতিরিক্ত খরচার ফলে ওই ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঝগড়া বাড়তে থাকলে, ছেলেটি বেডরুমে গিয়ে  তার বান্ধবীর দামি হ্যান্ডব্যাগ নিয়ে  তার সামনেই প্রস্রাব করতে থাকে। সেই কাজটি অত্যন্ত অপ্রীতিকর বলে মনে করে ওই মহিলা তখনই অভিযোগ দায়ের করতে থানায় ছুটে যায়।প্রাথমিক তদন্তের সময় ছেলেটি অবশ্য অভিযোগ অস্বীকার করে এবং জানায় সে শুধু প্রস্রাবের ভান করছিল। তারপর কর্তৃপক্ষ ফরেনসিক পরীক্ষার জন্য পার্সটিকে পাঠালে সেখানে প্রস্রাবের নমুনা পাওয়া যায় এবং ঐ ব্যক্তির ডিএনএও মিলে যায়।তারপর অভিযুক্ত ব্যক্তিটির কাছে তার অপকর্ম স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না।