Viral Shocking News: সাদা হাঙরের মাংস খেয়ে আইনি বিপাকে চাইনিজ ব্লগার, তদন্তে নেমেছে চিনা পুলিশ
Photo Credit_Twitter

বিলুপ্ত হতে চলা সাদা হাঙর খেয়ে আইনি বিপাকে জনৈক চীনা ইনফ্লুয়েন্সার। সাদা হাঙর ভেজে ও খাওয়ার একটি ক্লিপ ভাইরাল হওয়ার পরে পুলিশ এই তদন্তের দায়িত্ব নিয়েছে। চাইনিজ ব্লগারের অনলাইন ছদ্মনাম টিজি, সেই নামেই সে জনপ্রিয়। তাঁর সেই ব্লগে দেখা গেছে যে সে শিকারী মাছের খাওয়া দেখিয়েছে, যা দেখে নানচং শহরের পুলিশ রবিবার নিশ্চিত করেছে যে সেই মাছটি  একটি দুর্দান্ত সাদা হাঙর ছিল।

জুলাইয়ের মাঝামাঝি পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে  ওই ব্লগার একটি প্রাণীর বারবিকিউ করা মাংসের বড় টুকরো ছিঁড়ে ফেলে খাওয়ার সময় বলছিলেন, "এটি দেখতে ভয়ঙ্কর হতে পারে, তবে এর মাংস সত্যিই খুব কোমল।"

বিতর্ক শুরু হতেই ভিডিওটি মুছে ফেলা হয়। তবে ভিডিওতে দেখা যায় - প্রায়  দুই মিটার লম্বা একটি মাছের মোড়ক খুলে তার পাশে শুয়ে আছেন তিনি, এবং মাছের মোড়কটি তার চেয়েও লম্বা। তারপর মোড়কের হাঙরটিকে অর্ধেক করে কাটা হয়, ম্যারিনেট করা হয় এবং বারবিকিউ করা হয়।

চিনে সাদা হাঙর বিপন্ন তালিকাভুক্ত প্রাণী, তাই অবৈধ ভাবে তাদের শিকার করা বা ব্যবহার করার জন্য ৫- ১০ বছরের জেল হতে পারে ওই ব্লগারের।