November 11, 2020, Horoscope: প্রেম নিয়ে আজ বাধার মুখে কর্কট রাশির জাতকরা, আপনার ভাগ্য জানতে দেখুন রাশিফল
Representational Image (Photo Credits: Pixabay)

১১ নভেম্বর, ২০২০: আজ বুধবার। সৌভাগ্য রয়েছে কী আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে। আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ- এই জাতক জাতিকাদের আজ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে৷ সব কাজে সাফল্য পাবেন৷ কর্মস্থলেও রোজগার বাড়বে৷ শরীর মোটের ওপর ভালোই থাকবে। তবে সামান্য আঘাত প্রাপ্তির যোগ আছে।

শুভ সংখ্যা: ৮

শুভ রং - লাল

বৃষ- ব্যবসায় টানাটানি হবে৷ চাকরিতে তেমন নতুনত্ব কিছু নেই৷ পরীক্ষার্থীদের পরীক্ষা থাকলে তা ভালো হবে৷ প্রেমে বাধা নেই|

শুভ সংখ্যা: ২

শুভ রং - সাদা

মিথুন- আজ বড় কোনও কাজে হাত দেবেন না৷ শেয়ার কিনবেন না৷ ব্যবসায় লাভের আশা কম৷ সন্তান প্রবাসে থাকলে আজ ঘরে ফিরতে পারে৷

শুভ সংখ্যা: ৪

শুভ রং - সবুজ

কর্কট- ব্যবসায় সামান্য লাভ হবে৷ প্রেমের ক্ষেত্রে অশান্তির আশঙ্কা আছে৷ স্বাস্থ্য মোটের ওপর ঠিক থাকবে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুব শুভ।

শুভ সংখ্যা: ৯

শুভ রং - সাদা

সিংহ- আজ এই জাতকের অর্থাগম ভালোই হবে। গাড়ি কেনার জন্য আজকের দিনটি শুভ। সন্তানের সাফল্যের খবর পেতে পারেন৷ ব্যবসা বাড়াতে পারেন।

শুভ সংখ্যা: ৬

শুভ রং - কমলা

কন্যা- ব্যবসায় লগ্নি বাড়াতে পারেন। বেকারদের চাকরির খবর আসতে পারে। কর্মস্থলে রোজগার বাড়বে। প্রেমে ঝগড়া বিবাদ ঘটতে পারে।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - সবুজ

তুলা- ব্যবসায় মন্দাভাব কেটে যাবে৷ পাওনা টাকার অধিকাংশই হাতে এসে যাবে৷ বিয়ের ব্যাপারে কথাবার্তা চলতে পারে।

শুভ সংখ্যা: ৭

শুভ রং- সাদা

বৃশ্চিক- আজকের দিনে আপনার আয় বাড়বে। নতুন ব্যবসা খুলতে পারেন৷ স্বাস্থ্য ভালো থাকবে। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে৷

শুভ সংখ্যা: ৪

শুভ রং - কালচে লাল

ধনু- এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভালো হবে। অর্থ কষ্টের কোনও আশঙ্কা নেই৷ মা-বাবার স্বাস্থ্যের খেয়াল রাখবেন।

শুভ সংখ্যা: ৫

শুভ রং: হলুদ

মকর- দিনটা অশুভ। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। কারোর দ্বারা আপনার ক্ষতি হতে পারে৷ বাতের ব্যাথা বাড়তে পারে৷ প্রেম ভাঙার ভয় আছে।

শুভ সংখ্যা: ২

শুভ রং: নীল

কুম্ভ- আজকের দিনে অর্থাগম তেমন নেই। স্ত্রীর শারীরিক সমস্যা বাড়তে পারে৷ সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিবাদ হতে পারে।

শুভ সংখ্যা: ৪

শুভ রং: কালচে নীল

মীন- জীবনকে সঠিক পথে চালাতে কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য্য ধরে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কোনও কিছুর প্রত্যাশা করা থেকে বিরত থাকা উচিত।

শুভ সংখ্যা: ৭

শুভ রং: হলুদ