Shiv Ling (Photo Credit: File Photo)

Nil Sasthi: সামনেই নীল ষষ্ঠী (Nil Sasthi 2025)। শিবের মাথায় জল ঢেলে এই ব্রত পালন করেন মায়েরা। নীল ষষ্ঠীতে সারাদিন উপোস করে থাকেন বাঙালি বাড়ির মহিলারা বিশেষ করে মায়েরা। সন্তান ছোট হোক কিংবা বড়, নীল ষষ্ঠীতে মায়ের মঙ্গল প্রার্থনা যেন  দেবাদিদেবের কাছে পৌঁছয়, সেই চেষ্টাই করেন মহিলারা। সন্তান ভাল থাকুক, দুধে, ভাতে থাকুক, মঙ্গলময় পরিবেশ যেন ঘিরে থাকে তাকে, সেই প্রার্থনায় নীল ষষ্ঠীর পুজো করেন মহিলারা।

এ বছর ১৩ এপ্রিল পড়েছে নীল ষষ্ঠী। ১৩ এপ্রিল উপোস করে, সন্ধেবেলায় বা রাতে শিবের পুজো করেন মহিলারা। কেউ কেউ দুপুর বা সকালেও সারেন। নীল ষষ্ঠীতে শিবের মাথায় দুধ এবং ডাবের জল ঢেলে পুজো করা হয়। তারপর বেল পাতা, খেজুর, বেল দিয়ে তুষ্ট করার চেষ্টা হয় মহাদেবকে। মন্দিরে হোক কিংবা বাড়ির সিংহাসনের শিবলিঙ্গ, প্রত্যেক মহিলা ভক্তিভরে নীল ষষ্ঠীর পুজো করেন।

আরও পড়ুন: Nil Sasthi 2025: 'নীলের ঘরে দিয়ে বাতি...' সন্তানের মঙ্গল কামনায় উপোস করে শিবের মাথায় জল ঢেলেই মায়েদের নীলষষ্ঠী পালন, জানুন ইতিহাস

জানা যায়, নীল ষষ্ঠীর কোনও নির্দিষ্ট সময় নেই পুজো দেওয়ার। তবে মায়েরা চেষ্টা করেন সন্ধের প্রহরে দেবাদিদেবের পুজো করতে। পুজোর পর উপোস ভেঙে ফল খেয়ে ওইদিন যাপন করেন মহিলারা। তবে মায়েদের পাশাপাশি অনেক তরুণীরাও নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। নতুন শাড়ির পাট ভেঙে মন্দিরে পুজো দিতে যান মহিলারা। গ্রাম, মফঃস্বল ছাড়িয়ে তাই নীল ষষ্ঠীর ব্রত পালন করেন শহুরে মায়েরাও।