মুখের দাগ যেমন সৌন্দর্য হ্রাস করে দেয় তেমনই ঠোঁট কালো হয়ে গেলেও কমে যায় মুখের সৌন্দর্য। মেয়ে হোক বা ছেলে, কালো ঠোঁট নষ্ট করে দেয় পুরো লুক। নানা কারণে কালো হয়ে যায় ঠোঁট। ঘরোর উপায়ের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ঘরোয়া প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করে দূর করতে পারেন ঠোঁটের কালো দাগ। জেনে নিন এই ঘরোয়া প্রাকৃতিক উপায়গুলো সম্পর্কে।
- ঠোঁটের জন্য বাদামের তেল খুবই উপকারী। বাদামের তেল ভিটামিন ই সহ অন্যান্য পুষ্টিগুণে ভরপুর হয়। এই তেল ঠোঁটে লাগালে ঠোঁটের শুষ্ক ভাব এবং ঠোঁটের কালচে ভাব দূর হয়। রাতে ঘুমানোর আগে নিয়মিত ঠোঁটে এই তেল লাগিয়ে হালকা ম্যাসাজ করলে ঠোঁট ভালো থাকবে।
- অনেক সময় ঠোঁটের শুষ্ক চামড়ার কারণে ঠোঁট কালো হয়ে যায়। এই কালো দাগ দূর করার জন্য করতে হবে স্ক্রাব। এর জন্য ঘরোয়া উপায়ে চিনির স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। মধুতে চিনি মিশিয়ে কিছুক্ষণ ঠোঁটে ম্যাসাজ করলে শুষ্ক চামড়া উঠে যায়।
- ঠোঁটের কালচে ভাব দূর করার জন্য ব্যবহার করা যেতে পারে লাল বিটরুট। বিটরুটের লাল রং ঠোঁটের লালচে ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে। এক টুকরো বিটরুট দিয়ে ঠোঁটে কিছুক্ষণ ম্যাসাজ করার পর জল দিয়ে ধুয়ে ফেললে ঠোঁটের কালো দাগ দূর হবে।