আজ জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)। দিনটি একটি দেশ তাদের ক্রীড়াবিদ, জাতীয় ক্রীড়া দল এবং ক্রীড়া ঐতিহ্যকে সম্মান জানাতে পালন করে। ভারতে হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদ সিং ১৯২৮, ১৯৩২ এবং ১৯২৬ সালে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন।
জাতীয় ক্রীড়া দিবসে রইল একগুচ্ছ উক্তি দেখুন-